চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের পাটওয়ারী বাড়িতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮ মার্চ সোমবার রাত ১টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে এ বাড়ির প্রবাসী নুরুল ইসলামের একটি টিনের বসতঘর, একটি গোয়াল ঘর, ৫টি গরু, ৩টি গরুর বাছুর ও ৪টি ছাগল পুড়ে ভস্মীভুত হয়। ৫টি গরুর মধ্যে রয়েছে উচ্চ মূল্যের ২টি অস্ট্রোলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। বসতঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, স্বর্নঅলংকার ও কাপড় চোপড় সহ সবকিছুই পুড়ে ছাঁই হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০-২৫ লক্ষ টাকার হবে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি। তবে গোয়াল ঘরের জ্বালানো কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত কচুয়া ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মার্চ ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur