আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলা ছাত্রলীগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট রোববার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন মিজি।
তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশে চাঁদপুর জেলা ছাত্রলীগে উদ্যোগে বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে সু-শৃঙ্খল ভাবে অংশগ্রহণ করা হবে। ছাত্রলীগ কথা দিয়ে কথা রাখে। ছাত্রলীগ কখনো কথা বরখেলাপ করে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগে সিনিয়র সহ-সভাপতি মো. ছলেমান হোসেন রাজু, চাঁদপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আশেকে রাসুল জাওয়াদ, সদর উপজেলা ছাত্রলীগে সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মো. সাইফ হোসাইনসহ জেলা, সকল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২০ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur