কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা রাগদৈল-বজুরীখোলা নতুন সড়কের পাকাকরন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার বিকেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন।
পরে বজুরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভার আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বর্তমান সরকারের পাশে থেকে সরকারের সকল উন্নয়ন কার্যক্রম সমর্থন জানিয়ে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। তিনি আরো বলেন, আমি আপনাদের স্বজন। আপনাদের একজন সেবক ও বন্ধু হয়ে বাকী জীবন কাটাতে চাই।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা রনজিৎ সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন, শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জিএম আতিকুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur