Home / শিক্ষাঙ্গন / তীব্র দাবদাহে ৮ জুন মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ
Education mawshi

তীব্র দাবদাহে ৮ জুন মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে শুধু ৮ জুন শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

আজ বুধবার মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রেণি কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবাহওয়া অধিদপ্তর থেকে দেশজুড়ে মৃদু থেকে তীব্র দাবদাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এ কারণে ৮ জুন পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ৫ থেকে ৮ জুন পর্যন্ত প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া প্রাথমিকের বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ইবতেদায়ি স্তরের শ্রেণি কার্যক্রম ৬ থেকে ৮ জুন বন্ধের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

৭ জুন ২০২৩
এজি