চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৫৬ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০১৫, রোববার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল সোমবার রাতে প্রকাশ করা হবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর রাত ৮টায় ডিগ্রির ফল প্রকাশিত হবে। এই পরীক্ষায় এক হাজার ৬৮১টি কলেজের পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে ফল জানা যাবে।
এছাড়া যে কোনো মোবাইল থেকে nu লিখে স্পেস দিয়ে deg দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur