ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী মজিদিয়া কামিল মাদ্রাসার কামিল শিক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।
২২ ফেব্রুয়ারী বুধবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে কামিল(মাস্টার্স) এক বছর মেয়াদী শিক্ষার্থীদের বিদায় ও আলিম পাশ শিক্ষার্থীদের সংবর্ধনার দেওয়া হয়।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্ব আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নাঈম মোঃ নিজামুদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাঅধ্যক্ষ এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম, মুফতি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এইসময় বিদায় শিক্ষার্থীদের শুভেচ্ছা সারক প্রদান এবং সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রস্ট দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ে শিক্ষকগণ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২২ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur