চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৭:৫২ অপরাহ্ণ, ১৪ সেপ্টেম্বর ২০১৫, সোমবার
বাগমারায় তরুণীকে ধর্ষণের অভিযোগে জামাইকে পুলিশে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় ধর্ষিতা তরুণী নিজেই বাদী হয়ে ধর্ষক জুয়েল রানার (২১) বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরে বিবাহিত জুয়েলকে তার শ্বশুরবাড়ির লোকজন আটক করে সোমবার সকালে পুলিশে দেয়। দুপুরের পর ওই মামলায় জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, জুয়েল বিবাহিত। তারপরও অন্য এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় সোমবার সকালে ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ওসি জানান, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ওই তরুণীর সঙ্গে সাদিপুর মহল্লার জাবেদ আলীর ছেলে জুয়েল রানার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ের প্রলোভনে ওই তরুণীকে নওগাঁর ধোপাপাড়ার এক বাড়িতে নিয়ে যান জুয়েল রানা। এরপর সেখানে রাতভর আটকে রেখে তাকে ধর্ষণ করেন। পরে জুয়েল রানা কৌশলে তরুণীকে তার বাড়িতে রেখে পালিয়ে যান। তবে বিষয়টি জানাজানি হলে জুয়েল রানার শ্বশুরবাড়ির লোকজন সোমবার সকালে তাকে আটক করে পুলিশে দেয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur