চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। গত ২৮ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে “এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মুল করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এসে সমাপ্ত হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক।
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন, ডাঃ কাশিফ মোহাম্মদ, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিবি এন্ড লেপ্রোসী কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট (টিএলসিএ) আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মোশাররফ হোসেন হিমেল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উল্লাহ।
স্টাফ করেসপন্ডেট, ২৯ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur