চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে ২০২২ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়
উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্ব ও শিক্ষার্থী উর্মি মজুমদার প্রানঞ্জলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়ের সাবেক যুগ্ম সচিব মো: রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, দাতা সদস্য হুমায়ুন কবির, অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, আবদুর রহিম ও ইঞ্জি. আবদুল মান্নান প্রমুখ।
শিক্ষকদের মধ্যে ইংরেজী বিভাগের শিক্ষক শরিফুল ইসলাম, হিসাব বিজ্ঞানের শিক্ষক মো: ওয়াসিম, ইতিহাসের শিক্ষক সুফিয়া আক্তার।
শিক্ষার্থী সালমা আক্তারের কোরআন তেলায়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবিকুন্নাহার নাশিত, রফ রফ আক্তার, সাবিনা আক্তার, অধ্যয়নরত শিক্ষার্থী কুলসুম আক্তার, নুশরাত জাহান, শান্ত ঘোষ প্রমুখ। সবশেষে হাসিমপুর মসজিদের ইমাম মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur