Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুবদলের

ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুরের ফরিদগঞ্জে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মহসিন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সমন্বয়ক ফয়সাল গাজী বাহার।

বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, বর্তমান সভাপতি আমানত গাজী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, জেলা যুবদলের সহ-সভাপতি সারওয়ার গাজী, মোস্তফা বন্দুকশী, শাহাজাহান কবির খোকা, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম খান, সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, ফরিদগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন, ৭ নং পাইকপাড়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুমন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন রনি, জহিরুল ইসলাম, শরীফ তপদার, সদস্য কাউছার আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ পাটওয়ারী, গোলাফ শেখ, ২ নং বালিথুবা ইউনিয়ন যুবদল নেতা রাসেল রানা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে আছি। লড়াইয়ের ময়দানে থাকবো। ফ্যাসিস্ট অগণতান্ত্রিক আওয়ামী শক্তির পতন ঘটিয়ে, গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবো। কোন অপশক্তি জনতার এই আন্দোলনকে বাধা গ্রস্থ করতে পারবে না।

তারা আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার মধ্য দিয়ে যুব শক্তির উত্থানের সূচনা করেছিলেন। সেদিন তিনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই দল আজ একটি পরিণত শক্তিতে রূপান্তরিত হয়েছে। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুবদলের প্রতিটি নেতা কর্মী রাজপথে তেজদিপ্ত ভূমিকায় ছিল। ঠিক তেমনি আজ দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে জগদ্দল পাথরে মত চেপে বসা ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনেও একই ভূকিমায় অবতীর্ণ আছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৯ অক্টোবর ২০২২