কচুয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এ সম্প্রীতি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। ধর্মীয় সমাজিক সম্প্রীতি সভায় ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সকল পেশার প্রতিনিধিদের নিয়ে এ সম্প্রীতি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশেকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহীম খলিল, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মৃণালিনী কর্মকার, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উজানী মাদ্রাসার মুহতামিম মাহবুবে এলাহী, উপজেলা জমিয়াতুল মোদাররেসিনের সভাপতি আলী আক্কাস, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, বীর মুক্তিযোদ্ধা আঃ মবিন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু, সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শাজুলিয়া দরবার শরীফের পীর আতাউল্ল্যাহ শাজুলী প্রমূখ ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ সেপ্টেম্বর ২০২২
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur