চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহন সম্পন্ন হয়েছে। ১৭ এপ্রিল রোববার বিকালে হাজীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে নব-নির্বাচিত সভাপতি আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ দাশ ও সাধারন সম্পাদক বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকসহ মোট ২১ পদের নির্বাচিত প্রার্থীরা শপথ গ্রহণ করেন।
এরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাও. মাইনুদ্দিন মিয়াজী, সহ-সভাপতি অমর কৃষ্ণ শীল, আবু কাউয়ুম, আব্দুল মোতালেব ভূইয়া, মো. বিল্লাল হোসেন ও মোহাম্মদ শাহআলম মিজি, যুগ্ন-সম্পাদক আ.ন.ম মাহবুব এলাহী, মো. মইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুস শাহাদাৎ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বাকী, অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান, সহ-অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন (রিপন), দপ্তর সম্পাদক মো. ইউনুছ মিয়া, সহ-দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন মিজি, প্রচার সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সুমন চন্দ্র সাহা, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো. আ. কাদের, খেলা ধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন মিয়া, সহ-খেলা ধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দিপ্তী রানী সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার, সহ-মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ অহিদুল ইসলাম, মোহাম্মদ ইমান হোসেন, মো. কবির হোসেন, মো. মিজানুর রহমান মজুমদার, মো. মনির হোসেন, মো. রেদওয়ান, মো. রবিউল আউয়াল, সেবানন্দ চক্রবর্তী ও হাবিবুর রহমান শপথ গ্রহন করেন।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে গত (২৯ মার্চ) সকাল ১০ টায় থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহন কালে উপস্থিত ছিলেন, নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন কারী মো. মোস্তাফিজের কামাল, সহকারী রিটানিং অফিসার আব্দুর রাজ্জাক, প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. জাহাঙ্গীর আলম, পোলিং অফিসার ফারুক হোসেন ও বিজয় কৃষ্ণ মজুমদার।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৭ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur