চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা (মিশুক) উল্টে গিয়ে বিল্লাল হোসেন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। ৯ জানুুয়ারি রোববার সকালে উপজেলার মেঘদাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মেঘদাইর গ্রামের মৃত. আলাউদ্দিনের ছেলে।
জানা যায়, আজ সকালে বিল্লাল হোসেন বাঁচাইয়া ব্রিকফিল্ড-তুলপাই বাজার সড়কের মেঘদাইর মাদ্রাসা উত্তর বাড়ির সামনে রাস্তার পাশে রৌদ্রে বসেছিল। এসময় বাঁচাইয়াগামী একটি অটোরিকশা (মিশুক) মেঘদাইর মাদ্রাসা উত্তর বাড়ির সামনে আসলে নিয়ন্ত্রন হারিয়ে রিকশা উল্টে গিয়ে বিল্লাল হোসেনের উপর আচড়ে পড়ে। ফলে বিল্লাল হোসেন গুরুতর আহত হয়।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে বিকালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। একইদিন বাদ মাগরিব মেঘদাইর মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur