Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ইমামের বসতঘর আগুনে পুড়ে ছাই
ইমামের

মতলবে ইমামের বসতঘর আগুনে পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার সংলগ্ন মধ্যম দিঘলদী গ্রামে হাফেজ মোঃ শাহজাহান গাজী নামক এক ইমামের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৮ জানুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আগুনে নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত হাফেজ মোঃ শাহজাহান গাজী জানান। তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব বিষ্ণুপুর রায়ের বাড়ি জামে মসজিদে ইমামতি করেন।

জানা গেছে, হাফেজ মোঃ শাহজাহান গাজীর স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ইমাম ছিলেন পূর্ব বিষ্ণুপুর রায়ের বাড়ি জামে মসজিদে।

প্রত্যক্ষদর্শীরা জানান,ওই বাড়ীর জনক এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখতে পায় তাদের বসত বসতঘরের পূর্ব দক্ষিণ পার্শ্বে আগুন জ্বলছে। ডাক-চিৎকার শুনে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করে।এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মতলব চাঁদপুর থেকে দুইটি ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এছাড়া মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত হাফেজ মোঃ শাহজাহান গাজী বলেন, ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ পরনের বস্ত্র ছাড়া সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ওই এলাকার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান জানান, ইমাম সাহেব একটি মসজিদের ইমামতি করে যে বেতন পায় তা দিয়ে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করে বসত ঘরটি করেন।আগুনে সবকিছুই শেষ হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার মোঃ আসাদুজ্জামান চাঁদপুর টাইমসকে বলেন, সংবাদ পেয়ে মতলব ও চাঁদপুর থেকে আসা দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা তাদের।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৯ জানুয়ারি ২০২২