১৪ আগস্ট ২০১৫, শনিবার, বিকাল ০৬ : ০৫ মিনিট
বিনোদন ডেস্ক:
পতিতাবৃত্তির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেত্রী শ্বেতা বসু, দীর্ঘদিন পর ফের তিনি চলচ্চিত্রে ফিরছেন। তবে আইটেম গার্ল কিংবা সেকেন্ড লিস্টের অভিনেত্রী হিসেবে নয়, একেবারে কেন্দ্রীয় চরিত্র ‘চিত্রশিল্পী’ হিসেবে ফিরে আসছেন তিনি!
জানা গেছে, গত বছর পতিতাবৃত্তি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছিলেন অভিনেত্রী শ্বেতা বসু। তারপর দীর্ঘদিন তাকে পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়্। সম্প্রতি আদালত তার কর্মকান্ডে খুশি হয়ে ফের তাকে তার কাজে ফিরে যেতে উৎসাহিত করছেন। বিধায় শ্বেতা বসু এখন মুক্ত বিহঙ্গ।তবে যৌনবৃত্তির দায়ে গ্রেপ্তার হওয়ায় কিছুটা ইমেজ সংকটে আছেন শ্বেতা। আর এর জন্যই ফ্যানটম ফিল্মের ‘ক্রিয়েটিভ’ ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে কাজ করেছেন।
আর সম্প্রতি একটি দ্বিভাষি(বাংলা-মারাঠি) ছবিতে কাজ করারও প্রস্তাব পেয়েছেন শ্বেতা। অমিত খান্নার পরিচালনায় ছবিটিতে কাজের প্রস্তাব পেয়ে দারুণ উচ্ছ্বসিত শ্বেতা। ছবিটির নাম ঠিক না হলেও ছবিটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন, সাইকো-থ্রিলার ছবিটিতে শ্বেতাকে দেখা যাবে একজন চিত্রশিল্পী হিসেবে।
উল্লেখ্য, ২০০২ সালে ‘মাকড়ি’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিয়ন করে সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পান এ অভিনেত্রী। এছাড়া ‘ইকবাল’ ছবিতেও অসাধারণ অভিনয় করেন। ২০০৬ সালে ‘ডরনা জরুরি হ্যায়’ ছবিতেও কাজ করেন তিনি। এছাড়া তেলেগু ছবিতেও নায়িকার ভূমিকায় দেখা যায় শ্বেতাকে।
হোটেল থেকে আটক হওয়ার সময়কার ভিডিও দেখুন….
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur