মহামারি করোনাভাইরাস প্রকোপের দ্বিতীয় বছর আরও বেশি প্রাণঘাতী পথে রয়েছে জানিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শিশুদের টিকা দেয়ার বদলে দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস ১৪ মে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন,‘আমরা এ মহামারীটির দ্বিতীয় বছরের জন্য প্রথমের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী এক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি।’
তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি,কেন কিছু দেশ শিশু ও কিশোরদের টিকা দিতে চাচ্ছে। কিন্ত বর্তমানে এ অবস্থায় আমি তাদের আহ্বান জানাবো,তারা যেন শিশু-কিশোরদের টিকা না দিয়ে সেসব টিকা ‘কোভ্যাক্স’জোটের কাছে সরবরাহের বিষয়টি বিবেচনা করে।’
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়য়ী বিশ্বের অন্তত ২১০টি দেশ অঞ্চলে করোনাভাইরাসের প্রায় ১৪০ কোটি টিকা মানুষের দেহে পুশ করা হয়েছে। তবে উন্নত দেশগুলোতে টিকা দেয়ার হারের চেয়ে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা দেয়ার এ হার অনেক কম।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক অঙ্গ সংস্থাটির প্রধান আরও বলেন,‘গত জানুয়ারিতে আমি সম্ভাব্য মানবিক এক বিপর্যয়ের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও,আমরা এখন ঔ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় দফার এ প্রকোপ হবে আরও প্রাণঘাতী।’
আন্তর্জাতিক ডেস্ক, ১৫ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur