Home / সারাদেশ / প্রাথমিকের নতুন শিক্ষকদের প্রশিক্ষণে ১৩ নির্দেশনা
Primary-Educ-..

প্রাথমিকের নতুন শিক্ষকদের প্রশিক্ষণে ১৩ নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ১০ দিনব্যাপি অনলাইন ইনডাকশন প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

প্রাথমিকের নতুন শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ১৩ নির্দেশনা :

বুধবার ১২ মে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে উপজেলা বা থানা রিসোর্স সেন্টারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের ১০ দিনব্যাপী অনলাইন ইনডাকশন ট্রেনিং সংযুক্ত ম্যানুয়ালের আলোকে ‘গুগল মিট’ অ্যাপস ব্যবহার করে আগামি ১৯ মে থেকে ১৫ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নাম ও সংখ্যাসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ও থানা রিপোর্টস সেন্টার (টিআরসি) পরিচালক (প্রশিক্ষণ) বরাবর পাঠাতে হবে।

প্রশিক্ষণের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেয়া হয়। নির্দেশনাগুলো হলো:

গুগল নিউজ-এ ঢাকা পোস্টের সর্বশেষ খবর পেতে ফলো করুন।

১। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে যারা এখনও সিইনএড, ডিডিইনএড ও ইনডাকশন প্রশিক্ষণসহ কোনো ধরনের প্রশিক্ষণ পাননি সেসব শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অংশ্রহণকারী সংখ্যা নির্বাচন করতে হবে। ২। প্রশিক্ষণের সময়কাল ১০ দিন এবং প্রশিক্ষণ শুরুর পর বিরতিহীনভাবে (জাতীয় দিবস ছাড়া) প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

৩। শিক্ষকরা যার যার অবস্থান থেকে প্রশিক্ষণে অংশ নেবেন। ৪। ডিপইনএড/সিএনএড প্রশিক্ষণরত কোনো শিক্ষককে এ প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। ৫। ল্যাপটপ,ডেস্কটপ, ট্যাব বা স্মার্ট ফোন এবং ইন্টারনেট সংযোগ সুবিধা রয়েছে এমন শিক্ষকদের প্রশিক্ষণে মনোনয়ন দিতে হবে।

৬। প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী ব্যাচের অংশগ্রহণকারীদের উপজেলা শিক্ষা অফিসার ডেপুটেশন দেবেন। উপজেলা/থানা শিক্ষা অফিসারের নাম, শিক্ষকের নাম,পদবী ও অন্যান্য তথ্যাদি ট্রেনিং ট্রেকিং সফটওয়ারে এন্ট্রি করে কেবলমাত্র নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দেবেন। ট্রেনিং ট্রেকিং সফটওয়ারে এন্ট্রি না করে প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া যাবে না।

৭। প্রতি ব্যাচে দু’জন প্রশিক্ষক থাকবেন। ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর অথবা সহকারী ইন্সট্রাক্টর একজন এবং উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক নির্বাচিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার একজন। প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতোপূর্বে যারা ইনডাকশন প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বা কারিকুলাম ডিসেমিনেটশন প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ তাদের থেকে নির্বাচন করতে হবে।

প্রশিক্ষকের সংকট হলে পিটিআইয়ের সুপারিন্টেনডেন্টের সঙ্গে যোগাযোগ করে অন্য ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টর/পিটিআই ইন্সট্রাক্টর অথবা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনয়ন দেবেন।

৮। প্রশিক্ষণ ম্যানুয়াল অনুসারে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। ৯। ইউআরসি/টিআরসি ইনস্ট্রাক্টররা প্রশিক্ষণ শুরুর আগেই প্রশিক্ষণ পরিচালনার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করবেন।

১০। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ পরিচালিত হবে। ১১। নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সহকারী শিক্ষককে ইনডাকশন ট্রেনিংয়ে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। প্রশিক্ষণার্থীদের প্রথম দিন থেকে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়ন করতে হবে। ১৩। অনলাইনভিত্তিক প্রশিক্ষণ পরিচালনায় কোনো সমস্যার সম্মুখীন হলে স্থায়ীয় পিটিআইয়ের কম্পিউটার (সায়েন্স) ইনস্ট্রাক্টরের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে সহযোগিতা নিতে হবে।

বার্তা কক্ষ, ১৫ মে ২০২১