Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / করোনামুক্তি চেয়ে মতলবে ঈদ জামাতে দোয়া
করোনামুক্তি

করোনামুক্তি চেয়ে মতলবে ঈদ জামাতে দোয়া

করোনাভাইরাস থেকে পরিত্রাণ চেয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের বাসভবন আলী ভিলা মিলনায়তন মসজিদে ঈদুল ফিতরের নামাজের পর দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।

১৪ মে শুক্রবার সকাল ৯টায় জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। নামাজে স্বাস্থ্যবিধি মেনে ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ যেনো করোনা থেকে মুক্তি পায় এবং দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।

মুনাজাতে ইমাম করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে আল্লাহর কাছে সাহায্য চান। এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ।

নামাজের আগেই মাক্স পরে মুসলি¬রা মসজিদে আসতে শুরু করেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে কেউ বাইরেও নামাজ পড়েন।

মসজিদের প্রবেশপথে জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা ছিল। যাদের মুখে মাস্ক ছিল না তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করে মসজিদ কর্তৃপক্ষ। মুসলি¬রা স্বাস্থ্যবিধি মেনেই জামাতে অংশ নেন।

এখানে জামাতে নামাজ আদায় করেন উপজেলার মোহনপুর ইউপি’র স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, বিশিষ্ট সমাজ সেবক লায়ন জাহাঙ্গীর চৌধুরী,আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাসান মোর্শেদ আহার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ইকবাল হোসেন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মেজবা উদ্দিন চৌধুরী, মোঃ নাসির চৌধুরী, মোঃ ফারুক চৌধুরী, আসাদ চৌধুরী, মোঃ আজাদ চৌধুরী, মোঃ খোরশেদ চৌধুরী, মোঃ হারুন-অর-রশিদ, মাজেদুল হক শুভ,ওয়াশিম চৌধুরীসহ মুসল্লিা জামাতে নামাজ আদায় করেন।

এদিকে উপজেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ফরাজীকান্দি আল ওয়েশিয়া দরবার শরফি জামে মসজিদ। এখানে ঈদের জামাতে ইমামতি করেন পীরজাদা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী। উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তন জামে মসজিদ, ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ঈদের জামাতের ইমামতি করেন পেশ ইমাম ও খতিব আলহাজ¦ হযরত মাওলানা হাফেজ মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী, মতলব উত্তর থানা মসজিদে ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ মনির হোসেন। এখানে জামাতে নামাজ আদায় করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল,ওসি (তদন্ত) মোঃ মাসুদ, সেকেন্ড অফিসার মোঃ লোকমান হোসেন। ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদে ঈদের জামাতের ইমামতি করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সালেহী আনন্দপুরী। এছাড়া ছেংগারচর হাইস্কুল মসজিদ, ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর, আদুরভিটি,মধ্যআদুরভিটি, কেশাইরকান্দি,শিকিরচর, বালুচর, ঘনিয়ারপাড়,তালতলি, আমিয়াপুর, উপজেলার নাউরী, জহিরাবাদ,সানকিভাঙ্গা,নিশ্চিন্তপুর,কালিপুর,লালপুরসহ উপজেলার বিভিন্ন গ্রামের সকল মসজিদগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রেসনিউজ টুয়েন্টি ফোরডটকমের সম্পাদক আঃ মান্নান সাগর।
উপজেলার বেশিরভাগ মসজিদগুলোতে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে কোনো মসজিদগুলেতে সকাল পৌনে ৮টা, সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে মুসুল্লিরা সকাল ৭টা থেকে যেতে শুরু করেন।

প্রসঙ্গত,গত ২৬ এপ্রিল জারি করা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, করোনার কারণে এবারও ঈদগাহে বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করা যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। একইসঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার। সে নির্দেশনা মেনে সাবেক মন্ত্রী মায়া চৌধুরীর বাসভবন আলী ভিলা মিলনায়তন মসজিদে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় শেষে মহামারি করোনার কারণে মুসল্লিদের একে অপরের সঙ্গে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো করতে দেখা যায়নি।

নিজস্ব প্রতিনিধি