আশিক বিন রহিম, চাঁদপুর : আপডেট: ০৮:২০ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০১৫, শনিবার
রাজনৈতিক মামলার আগাম জামিন নিয়ে নিজ জেলায় এসে আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক। দীর্ঘ ৬ মাস পরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আবারো প্রাণচাঞ্চল্য ফিরে পেতে শুরু করেছে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়কের বাস ভবন (মুনিরা ভবন)।
মামলা ও হয়রানির ভয়ে দীর্ঘদিন চাঁদপুর জেলা বিএনপির কার্যক্রম থেকে দূরে থেকে উচ্চাদালত থেকে জামিনে এসে শনিবার সকালে মুনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সম্পন্ন করেন।
মতবিনিময় সভায় দলের বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কমিটির পুনর্গঠন, অসম্পন্ন কমিটি পুনর্গঠন, দলীয় নেতা-কর্মীদের মামলা ব্যাপারে খোঁজ-খবর নেয়াসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ‘স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে সারাদেশের মতো চাঁদপুরেও আমাদের অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। অনেক নেতা-কর্মী মিথ্যা মামলায় জেলহাজতে রয়েছেন। আপনারা জানেন, আমিও গত দু’দিন আগে আগাম জামিন নিয়েছি।’
এসময় তিনি সকল আন্দোলনে দলের নেতা-কর্মীদের পাশে থাকার জন্যে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, মুনির চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলসহ সকল যুগ্ম আহ্বায়ক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি