হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা জালালুদ্দীন আসামি।
এছাড়া সম্প্রতি মতিঝিল শাপলা চত্বর ও বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়ও এই হেফাজত নেতা আসামি বলে জানান তিনি।
মাহবুব আলম বলেন, দুপুরে মাওলানা জালালুদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকা চীফ ব্যুরো, ১৭ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur