Saturday, July 18, 2015 02:15:17 PM
এম এ আকিব :
ঈদ আনন্দ থেকে বঞ্চিত
মধ্যবিত্ত্ব সব পরিবার
সমাজ সামলাতে প্লাট বাসায়
যদিও তাদের বসবাস।
জানতে চায় না কেউই
কি করে চলে তাদের দিন কাল
বলতে চাইলেও কেউ শোনে না
এসব পরিবারের আত্ম চিৎকার।
মাঝে মাঝে লাজ শরম ভেঙ্গে
কারো কাছে যদিও করে প্রকাশ
আদর্শের দাবিদার সুশিল সমাজ
তা নিয়ে শুধুই করে উপহাস।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur