ইসলামিক ফাউন্ডেশন ,চাঁদপুর কর্তৃক আয়োজিত আজ মঙ্গলবার ৩ নভেম্বর বেলা ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চাঁদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত গোরে এ গরীবা জামে মসজিদে আলোচনা সভা, মিলাদ, দোয়ার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.খলিলুর রহমান ।
ফিল্ড সুপারভাইজার মাও .মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্লাহ,চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন নাজিম উদ্দিন,ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো.বিল্লাল হোসেন।
আলোচনা শেষে কোরআন তেলেয়াত, হামদ-নাত ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
করেসপন্ডেন্ট , ৩ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur