Home / চাঁদপুর / চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে অব্যাহত
current net
ছবিটি সংগৃহীত

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে অব্যাহত

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে অব্যাহত রয়েছে। মা ইলিশ রক্ষায় গত ২৪ ঘন্টায় কোস্টগার্ডসহ জেলা টাস্কফোর্প ৪টি মোবাইল কোর্ট ও ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি দৈনিক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছেন্ ।

চাঁদপুরের নৌ-সীমানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান । অভিযানে ৮.১৭ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ৮০ কেজি ইলিশ আটক করা হয় । মাছ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় । জালের আনুমানিক মূল্য ১৭৪ . ২০০ লাখ টাকা ।
জরিমানা আদায় ২০ হাজার ৫শ টাকা ও ৪ জনকে জেল হাজতে প্রেরণ করা হযেছে ।

১৪ অক্টোবর থেকে আগামি ৪ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত প্রজনন হওয়ায় ইলিশ সংরক্ষণে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

করেসপন্ডেন্ট , ৩ নভেম্বর ২০২০