চাঁদপুরের ফরিদগঞ্জে ট্রাক চাপায় জান্নাতুল ফেরদৌস (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ২৬ অক্টোবর সোমবার সকালে চাঁদপুর-রায়পুর সড়কের ডায়াবেটিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মৃত মোক্তার হোসেন ও পারুল বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জান্নাত নামের কিশোরী রাস্তা পারাপারের সময় চাঁদপুরগামী দ্রুত গতির (লক্ষীপুর-ট ১১০০১৮) নাম্বারের ট্রাকচাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। দারিদ্রতার কারনে ২ মেয়ে ও ১ ছেলেসহ ৩ সন্তানকে নিয়ে জান্নাতের মা পারুল বেগম ফরিদগঞ্জের কেরোয়া গ্রামে বাপের বাড়িতে থাকতেন।
নিহতের মা পারুল বেগম জানান, জান্নাত তার নানুর সাথে ফরিদগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে তার খালার সিজারিয়ান অপারেশনের কারনে তাকে একটু দেখতে এসেছিলো। পরে হাসপাতাল থেকে তাকে মোবাইল রির্চাজের জন্য দোকানে পাঠানো হয়েছিলো। এ সময় সে রাস্তা পার হওয়াকালে বেপেরোয় গতির ট্রাক এসে তাকে চাপা দেয় ।
এদিকে স্থানীয়রা ফরিদগঞ্জ বেড়ি ব্রিজের উপর থেকে ট্রাকটি আটক করতে গেলে চালক গাড়ি রেখেই দ্রুত পালিয়ে যায়। এ
দিকে খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক জালাল উদ্দীন ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে থানায় নেয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি, স্থানীয় ভাবে বসে সমাধান করে, লাশ দাপনের জন্য জান্নাতের পরিবার নিয়ে গিয়েছেন।
আরও পড়ুন- হাজীগঞ্জে ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু
শিমুল হাছান, ২৬ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur