চাঁদপুরে কচুয়ায় ডুমুরিয়া গ্রামের বাসিন্দা গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা:মো.মকবুল আহম্মেদ বার্ধক্যজনিত কারণে ২২ আগস্ট শনিবার সকালে তাঁর ছেলের ঢাকার বাসায় মৃত্যুবরন করেছেন (ইন্না …….রাজিউন)।
ওই দিন বাদ আসর জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি ডুমুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে কচুয়াবাসী একজন দক্ষ ও গুণী চক্ষু চিকিৎককে হারালো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২২ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur