চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সরকারের ভতুর্কি দেওয়া ধান কাটার মেশিন অর্ধেক দামে পেল দুজন কৃষক। এ মেশিন দিয়ে সহজ ও অল্প খরচে অধিক ধান কাটা যাবে।
৮ মে বৃহস্পতিবার উপজেলা চত্বরে দুজন কৃষকের মাঝে রিপার মেশিনগুলো হস্থান্তর করা হয়।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা কৃষি কর্মকর্র্তা মো:মাজেদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী মনজুরুল আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম মজুমদার, স্বপন চন্দ্র চক্রবর্তী, কৃষক আতিকুর রহমান ও দেলোয়ার হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান জানান, এ রিপার মেশিনে এক লিটার অকটেন (জ্বালানী ) দিয়ে ২৫ শতাংশ জমির ধান কাটা যাবে।
স্পেশাল করেসপন্ডেট,৮ মে ২০২০