Home / শীর্ষ সংবাদ / কুমিল্লার দেবীদ্বারে করোনায় ব্যবসায়ীর মৃত্যু : নতুন আক্রান্ত ৮
Dead-Body
প্রতীকী ছবি

কুমিল্লার দেবীদ্বারে করোনায় ব্যবসায়ীর মৃত্যু : নতুন আক্রান্ত ৮

কুমিল্লার দেবীদ্বারে এবার করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে দেবীদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারির পুত্র।

জানা যায়, সে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেনসহ এম্বুলেন্স যোগে ঢাকা প্রেরন করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঢাকা যাওয়ার পথেই সে মৃত্যুবরন করে। করোনায় আক্রান্ত হয়ে দেবীদ্বারে এ পর্যন্ত চার জনের মৃত্যু হল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহাম্মদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কুমিল্লায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হওয়ার পর রাত ১০ টার দিকে আরো ৬ জনের করোনা পজেটিভ এসেছে। তারা সবাই দেবিদ্বার উপজেলার। ফলে একদিনে করোনা সনাক্ত হলো ১৪ জন।

এ পর্যন্ত জেলায় আক্রান্ত ১২২ জন। আজকে ১৪ জনের মধ্যে কুমিল্লা সিটিতে ১ জন, কুমিল্লা সদরে একজন,মুরাদনগরে ১, দেবিদ্বারে ৯ জন ও সদর দক্ষিণে ১ জন এবং মেঘনায় একজন ।

বৃহস্পতিবার ৭ মে রাত ১০ টায় জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এর অফিসিয়াল ফেসবুকে এ তথ্য দেয়া হয়।

কুমিল্লা জেলায় বৃহস্পতিবার পর্যন্ত জেলার ১৭ উপজেলার মধ্যে ১৫ উপজেলায় করোনা রোগি পাওয়া গেছে ১২২ জন। তবে কুমিল্লার নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

কু‌মিল্লায় ক‌রোনা ভাইরা‌সমুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হ‌য়ে‌ছেন ২৬ জন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা কুমিল্লা নগরীতে ৪ জন, সদরে একজন, তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ১১ জন, দেবিদ্বারে ৩২ জন, মেঘনায় ২ জন, বরুড়ায় ৭ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামে ১ জন, মনোহরগঞ্জে ৫ জন, মুরাদনগরে ১২ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১৩ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ১২২ জন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ৮ মে ২০২০