সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের আতংকে কচুয়া বাজার ফাঁকা হয়ে পড়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারী ও তৎপরতা থাকায় দিন ভর বাজারে ক্রেতা শুন্য হয়ে পড়ে।
এমনি পরিস্থিতি দেখা যায়, সাচার, পালাখাল, রহিমানগর, জগৎপুরসহ বিভিন্ন হাট বাজার গুলোতে। গত দু’দিন উপজেলার বিভিন্ন বাজার গুলোতে তেমন লোক সমাগম লক্ষ করা যায়নি। বিশেষ করে বাংলাদেশ সেনা বাহিনী সদস্যবৃন্দ মাঠে কাজ করার খবর পেয়ে সাধারন নিজ নিজ বাড়ীতে অবস্থার করছে।
তবে বর্তমানে বিশেদীদেও বাহিরেও ঢাকা ও বিভিন্ন শহর থেকে গ্রামে মানুষ আশায় নতুন করে মানুষ আতংকে রয়েছে।
এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, আমারা সাধ্য মতো বিভিন্ন স্থানে গিয়ে মানুষকে ভালো রাখতে সচেতনতা করে যাচ্ছি। তবে সকলের সচেতনতায় ও নিয়ম মেনে চললেই এ থেকে রক্ষা পেতে পারি।
জিসান আহমেদ নান্নু,২৭ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur