চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের সন্তান ও অঙ্গীকার বন্ধু সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ রবিউল্লাহ সরকার সাঈফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে “আরবি বিভাগে” উচ্চতর পড়াশোনা করার সুযোগ লাভ করেছে।
অঙ্গীকার বন্ধু সংগঠনের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা। এই ফলাফলের পেছনে বাবা-মা, চাচা-চাচি, তার স্কুল এবং মাদ্রাসার শিক্ষক, ভাই, স্বজন, বন্ধুদের অপরিসীম শ্রম, সহযোগিতা অব্যাহত ছিল। মুহাম্মদ রবিউল্লা সরকার সাইফ সেসব শ্রদ্ধেয়জনদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছে।
উল্লেখ্য, সাঈফ বড়দৈল মুয়াল্লিম দাখিল তেফলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম সরকারের ৫ম সন্তান। সে জেডিসি,দাখিল এবং আলিম পরীক্ষায় জিপিএ -০৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। এছাড়াও সাঈফ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ” বাংলা বিভাগে” পড়াশোনার সুযোগ লাভ করেছে।
এর আগে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জে অনার্সে ১ম মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে ইংরেজি বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তি, ২৬ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur