চট্টগ্রাম রেঞ্জে কমিউনিটি পুলিশিং কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করায় বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা ও সনদপত্র পেয়েছেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক, কমিউনিটি পুলিশিং (সিপিআই) মো. আবদুর রব।
রোববার (২০ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে তিনি এই সম্মননা ও সনদপত্র গ্রহন করেন।
সভায় রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তা, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। পুলিশ পরিদর্শক মো. আবদুর রব পুরস্কার অর্জনের প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, চাঁদপুরের মানুষ আমাকে কমিউনিটি পুলিশিং কাজে সহযোগিতা করায় রেঞ্জে শ্রেষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে। আগামীতেও আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
প্রেস বিজ্ঞপ্তি, ২৩ অক্টোবর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur