Home / চাঁদপুর / ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিংয়ের উদ্যোগে চাঁদপু‌রে শিশু‌দের চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতা
community-policing-art

ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিংয়ের উদ্যোগে চাঁদপু‌রে শিশু‌দের চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতা

ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং ডে ২০১৯ উপল‌ক্ষে ২৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় চিত্রাংকন উপ প‌রিষ‌দের আয়োজ‌নে চাঁদপুর জেলা ক‌মি‌উ‌নি‌টি পু‌লি‌শিং কার্যালয়ে শিশু‌দের চিত্রাংকন প্র‌তি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

প্র‌তি‌যো‌গিতার উ‌দ্বোধনী‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা ক‌মি‌উ‌নি‌টি পু‌লি‌শিং এর উপ‌দেষ্টা পু‌লিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পি‌পিএম (বার)।

বক্ত‌ব্যের শুরু‌তেই এস‌পি ব‌লেন, ঘু‌মি‌য়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্ত‌রে । তোমরা তোমা‌দের ম‌নের ভাব আবেগ ছ‌বি আকার মাধ্য‌মে প্রকাশ ক‌রে থাক। আজ‌কে সকা‌লে তোমা‌দের এ প্রাণবন্ত উপ‌স্থিতি আমা‌কে অ‌বিভূত ক‌রে‌ছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রায়শই ব‌লে থা‌কেন শিশুরাই জা‌তির ভ‌বিষ্যত। তোমা‌দের মধ্য থে‌কে আগামী‌তে দে‌শের প্রে‌সি‌ডেন্ট, প্রধানমন্ত্রী গ‌ড়ে ওঠ‌বে। তোমরাই আগামিতে দে‌শের সমা‌জের তেতৃত্ব দি‌বে।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার সদর সা‌র্কেল জা‌হেদ পার‌ভেজ চৌধুরী, সদর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ না‌ছিম উ‌দ্দিন, ও‌সি তদন্ত ইন্স‌পেক্টর মোঃ হারুনুর র‌শিদ, ‌সি‌পিআ ই ইন্স‌পেক্টর আব্দুর রব, জেলা ক‌মিউ‌নি‌টি পুাল‌শিং এর উপ‌দেষ্টা স্বাধীনতা পদ‌কে ভূষীত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ডাঃ এ‌কেএম মিজানুর রহমান, তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, গিয়াস উ‌দ্দিন মিলন, সভাপ‌তি ডাঃ এস এম স‌হিদ উল্যাহ, সাধারন সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সহ সভাপ‌তি কাজী শাহাদাত, জেলা ক‌মি‌টির সদস্য রওশন আক্তার, রে‌কেবা সুলতানা বকুল, শিপ্রা মজুমদার।

এছাড়া আরো উপস্থিত ছি‌লেন সদর উপ‌জেলা জেলা ক‌মিউ‌নি‌টি পুাল‌শিং এর সভাপ‌তি সালাউ‌দ্দিন মোঃ জিন্না, সাধারন সম্পাদক ওমর ফারুক, পৌর ক‌মি‌টির সভাপ‌তি শেখ বাবুল, সাধারণ সম্পাদক জামাল হো‌সেন ও প্রচার সম্পাদক অ‌ভি‌জিত রায় প্রমুখ।

উ‌ল্লেখ্য, প্র‌তিযো‌গিতায় বিজয়ী‌দের মা‌ঝে চাঁদপুর জেলা ক‌মি‌উ‌নি‌টি পু‌লি‌শিং কার্যাল‌য়ে ২৬ অ‌ক্টোবর শ‌নিবার সকাল ১১টায় পুরষ্কার বিতরণ করা হ‌বে।

প্রতিবেদক : শরীফুল ইসলাম, ২৩ অক্টোবর ২০১৯