Wednesday, 03 June, 2015 04:15:36 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে মোসাদ্দেক আল আকিব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
মনোয়নপত্র সংগ্রহের প্রথম দিন ৩ জুন বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন ২০১৫-এর প্রধান নির্বাচন কমিশনার চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী ও সহকারী নির্বাচন কমিশনার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশার কাছ থেকে তিনি এই মনোয়নপত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দৈনিক ইলশেপাড়ের চিফ রিপোর্টার রেজাউল করিম।
উল্লেখ্য মোসাদ্দেক আল আকিব দৈনিক চাঁদপুর দিগন্তের সহ-সম্পাদক ও ভিন্নধারার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল চাঁদপুর টাইমসের প্রধান সম্পাদক হিসেবে সাংবাদিকতা পেশায় কাজ করে যাচ্ছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি আশাবাদী ও সকলের নিকট দোয়াপ্রার্থী।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur