সদ্য স্বামীহারা সুলতানা কামালকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিয়েছেন সান্ত্বনা। মানবাধিকর্মী সুলতানা কামালের স্বামী সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী রঞ্জু মস্তিস্কের রক্তক্ষরণে সোমবার মারা যান।
লন্ডনে থাকা শেখ হাসিনা অ্যাডভোকেট সুপ্রিয়ের মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি মঙ্গলবার সুলতানা কামালকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
তিনি বলেন, “সুলতানা কামালের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ও তার ছোট বোন শেখ রেহানা। ফোনে বেশ কিছুক্ষণ তারা কথা বলেন।” কবি সুফিয়া কামালের মেয়ে সুলতানা কামালের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক শৈশব থেকে; বঙ্গবন্ধু পরিবারের পারিবারিক বন্ধু ছিলেন সুফিয়া কামাল।
মুক্তিযুদ্ধ চলার সময় অবরুদ্ধ ঢাকায় ১৯৭১ সালের ২৭ জুলাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মের সময় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের সঙ্গে সুফিয়া কামালই হাসপাতালে গিয়েছিলেন।
সুলতানা কামাল ২০০৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন, তখন আওয়ামী লীগের পক্ষ থেকেই তার নাম প্রস্তাব করা হয়েছিল।
বার্তা কক্ষ, ২ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur