পরিবারের কাছে ফিরতে চান চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধিন অজ্ঞাত পরিচয়ের নারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন এক অজ্ঞাত পরিচয়ের নারী তার পরিবারকে খুঁজে বেড়াচ্ছে।
নিজের নাম-পরিচয় বলতে না পারায় মানসিক রুগী এই নারীকে নিয়ে বিপাকে আছেন হাসপাতাল কতৃপক্ষ।বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলায় আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন আগে বৃষ্টির দিনে শহরের তালতলা এলাকায় রাস্তা দিয়ে হাঁটছিলো এই অজ্ঞাত পরিচয়ের নারী। তার বয়স অনুমানিক ৩৫ বছর। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী বাড়ির পাশে বসে থাকে। এসময় তার পা দিয়ে রক্ত ঝড়ছিলো।
বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় যুবক মানিক, সোহেল রানা, সেলিম ও টিটুসহ কয়েকজন মিলে ওই এলাকার দু’মহিলার সহোযোগিতায় তাকে গোসল করিয়ে, নতুন পোষাক পরিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসেন এবং তার পায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। একদিন পর পর তার পা ওয়াশ করা হয়।
যুবকরা জানায়, আমরা প্রতিদিন সকালে এবং বিকেলে হাসপাতালে এসে অজ্ঞাত পরিচয়ের নারীর খোঁজ খবর নিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত এই মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি। কেউ যদি তাক চিনেন তাহলে চাঁদপুর সদর হাসপাতালে ৪র্থ তলায় যোগাযোগ করার অনুরোধ জানান তারা।
এদিকে হাসপাতালের অন্যান্য রোগী ও তাদের আত্মীয়রা উল্লেখিত যুবকদের মানবিকতা এ কাজের প্রশংসা করে।
প্রতিবেদক- আশিক বিন রহিম, ২৩ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur