Home / চাঁদপুর / চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : এক দিনে ৭ জন ভর্তি
Chandpur-Medical-College

চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা : এক দিনে ৭ জন ভর্তি

চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। দেড় মাসে প্রায় অর্ধশত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন।
চাঁদপুরে দিন, দিনই বেড়ে চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্তের ভয়াবহতা নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বেড়েই চলছে।

খবর নিয়ে জানাযায়, ২৩ জুলাই মঙ্গলবার সারাদিনে চাঁদপুর সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ জন পুরুষ রোগী ভর্তি হয়েছে। এ তথ্য জানিয়েছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ইনচার্জ সবুজ হোসাইন। তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পুরুষ ওয়ার্ডে সর্বমোট ৭ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

খবর নিয়ে জানা গেছে, দেড় মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত রোগী চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানাযায়, গত কয়েক মাস ধরে বাংলাদেশের বিভিন্নস্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। একই সাথে চাঁদপুরেও এর প্রভাব দেখা দিয়েছে।

এদিকে ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম জানান, ডেঙ্গু থেকে সর্তক থাকতে ২৪ জুলাই দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সাথে স্বাস্থ বিভাগের কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময়ে ডেঙ্গু জ্বরের ওপর সচেতনতা মুলক আলোচনা করবেন তারা।

আরো পড়ুন- চাঁদপুরে বাড়ছে ডেঙ্গু জ্বর : দেড় মাসে সরকারি হাসপাতালে অর্ধশত রোগী

বার্তা কক্ষ, ২৩ জুলাই ২০১৯