হাইমচরে মৎস্য অফিস কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ মাছ চাষীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২৩ জুলাই ) হাইমচর উপজেলা পরিষদ হলরুমে পুরুস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদ পরিচালনায় অনুস্ঠিত হয় ।
বক্তব্য রাখে মাছ চাষে অবদান রাখার জন্য পুরুস্কৃতদের মধ্যে মো.আলী আহম্মদ দেওয়ান,বশির উল্যা পাঠান,কমিউনিটি ফিশ গার্ডের পক্ষে মো.শাহজাহান মাল প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম বলেন,‘বাংলাদেশে মাছ উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী হচ্ছে। এতে দেশ যেভাবে লাভবান হচ্ছে ঠিক সফল মৎস্য চাষিরা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে।
তিনি আরো বলেন যারা আজ মাছ চাষ করে সফলতা অর্জন করেছেন। তাদেরকে উপজেলা পরিষদের পক্ষে অভিনন্দন জানাচ্ছি।
মো.ইসমাইল
২৩ জুলাই ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur