চাঁদপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪ রমজান সোমবার বিকেল ৫টায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কর্ণার প্লাজার নিসচার অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিসচার জেলা সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন নিসচার জেলা সহ-সভাপতি মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় এতে অংশ নেন যুগ্ম সম্পাদক মোঃ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক আল আকিব, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আকাশ, যুব বিষয়ক সম্পাদক এম আই দিদার, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান লিটন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মুসলিম মিয়া, নিসচার সদস্য অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, সদস্য শরিফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, মোঃ ফরহাদ আলমসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সভায় বক্তরা বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবি দীর্ঘ ২৫ বছর। পূর্বে ব্যক্তিগতভাবে আন্দোলন হিসেবে শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রূপ পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ্রধানে মন্ত্রিসভার বৈঠকে এই দিনটিকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। বক্তরা আরো বলেন, দুর্ঘটনারোধে চালকদের আন্তরিক এবং পথচারীদের সচেতন হতে হবে। সড়ক নিরাপদ করতে সবাই একযোগে কাজ করলে সফলতা আসবে ।
আলোচনা সভাশেষে নিসচার সদস্যদের মৃত স্বজন ও মরহুম জাহানারা কাঞ্চনসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ইফতারীতে অংশ নেন।
স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur