Home / চাঁদপুর / এক সপ্তাহে চাঁদপুর জেলায় মোটরযানের ওপর ৪৩১ মামলা
traffic-case

এক সপ্তাহে চাঁদপুর জেলায় মোটরযানের ওপর ৪৩১ মামলা

পবিত্র মাহে রমজান এবং ঈদুল আযহাকে সামনে রেখে জানযট নিরসনে ব্যপক পরিকল্পনা হাতে নিয়েছে চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ। যার মধ্যে রয়েছে অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান এবং ট্রাফিক আইন না মেনে যানবাহন চলাচল করা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

এছাড়াও সড়ক পথে মাদক পাচারসহ বেআইনী কাজ প্রতিরোধে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

১২ মে থেকে শুরু হওয়া চলমান ১৯ মে পর্যন্ত এক সপ্তাহের এই অভিযানের অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা মোটর যানের উপর জেলায় ৪শ’ ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে এসব অভিযানের নেতৃত্ব ছিলেন স্ব স্ব উপজেলার ট্রাফিক ইন্সিপেক্টররা। তেমনি চাঁদপুর সদর ট্রাফিক ইন্সিপেক্টর (প্রশাসন) মো. ফয়সাল আহম্মেদ ভূঁইয়া।

সোমবার বেলা ২টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা মোটর যানের উপর বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী এক প্রেস ব্রিফিং এ জানান, ১২-১৯ মে পর্যন্ত এক সপ্তাহের এই অভিযানের অবৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা মোটর যানের উপর জেলায় ৪শ’ ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে মোটর সাইকেল আটক ৫৫টি, ইজি বাইক ২০ টি, সিএনজি ৩২টি ও অন্যান্য ২–৪টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, ৪শ’ ৩১টি মামলার মধ্যে চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের ১শ’ ৭৩টি মামলা, সদর মডেল থানার ৪৭ টি মামলা, হাজীগঞ্জে ট্রাফিক পুলিশের ১শ’ ৭টি মামলা, মতলব ট্রাফিক পুলিশের ১৩টি মামলা, হাইমচর ট্রাফিক পুলিশের ১৪ট মামলা।

জাহেদ পারভেজ চৌধুরী বলেন, মাহে রমজান এবং ঈদকে সামনে রেখে মানুুষের নিরাপদ চলাচল নিশ্চিত করনে এবং যানজট নিরশনে আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের চলাচল নিরাপদ করতে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এসে ট্রাফিক পুলিশে সহযোগিতার করার আহ্বান জানান।

চাঁদপুর সদর ট্রাফিক ইন্সিপেক্টর (প্রশাসন) মো. ফয়সাল আহম্মেদ ভূঁইয়া বলেন, যানবাহনের কাগজপত্র, চালকের লাইসেন্স, অবৈধ অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপর আমাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে। কোনো অবস্থাতেই শহরে অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না। তাছাড়া এবার ঈদকে সামনে শহরে দুটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

চলতি অভিযানে এক সপ্তাহে মোটর যানের উপর প্রায় ২ শতাধিক মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
২০ মে ২০১৯