চাঁদপুরের সোনালী, অগ্রণী, জনতা, কৃষি ব্যাংকের ৮২ টি শাখায় জানুয়ারি-মার্চ পর্যন্ত ২০১৯ এ ৩ মাসে ৩ শ’ ১১ কোটি টাকার বৈদেশিক র্যামিটেন্স অর্জন হয়েছে। চাঁদপুরের সোনালী, অগ্রণী, জনতা ও কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়গুলো থেকে বুধবার (৩ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
চাঁদপুরের জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয় সূত্র মতে,মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদপুরের বৈধ ২ লাখ ৬০ হাজার শ্রমজীবী নিজ নিজ কর্মস্থল থেকে তাদের নিকটতম স্বজনদের কাছে ব্যাংক ও অন্যান্য অর্থলগ্নি এজেন্সির মাধ্যমে ওই র্যামিটেন্স প্রেরণ করে থাকেন।
সরকারের হিসাবের বাহিরে রয়েছে আরো অসংখ্য। যার কোনো পরিসংখ্যান জানা সম্ভব হয়নি। এর মধ্যে রয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রেরণ ও প্রবাসীরা দেশে ছুটিতে আসার সময় নগদ প্রচুর অর্থ টাকায় রূপান্তর করে বাড়ি আসেন ।
চাঁদপুরের প্রবাসীদের শ্রমের বিনিময়ে পাঠানো র্যামিটেন্স জেলার প্রায় দু’শতাধিক ব্যাংক শাখায়, শতাধিক শপিংমলে ও ৫ শ’র মত হাটবাজারে অর্থের তারল্য সৃষ্টি করছে এ র্যামিটেন্স। যা গ্রামের প্রতি প্রবাসীদের বাড়ির অবকাঠামোগত উন্নয়নের দৃশ্য চোখে পড়ার মত।
জেলার ব্যবসা-বাণিজ্যে,শিক্ষা,কৃষি,স্ব-স্ব এলাকায় অবকাঠামোর উন্নয়ন,মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রের চিত্র পাল্টে দিয়েছে প্রবাসীদের বৈদেশিক র্যামিটেন্স। দিন দিন নতুন নতুন ভবন নির্মিত হচ্ছে। এক শ্রেণির কর্মজীবি মানুষের কর্মসংস্থান বাড়ছে।
পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি ১ কোটি ২০ লাখের মত বাংলাদেশি প্রবাসী রয়েছে। প্রবাসীর বেলায় দেশের অন্যান্য জেলার মধ্যে বর্তমানে চাঁদপুরের অবস্থান ৬ষ্ঠ।’ নদীমাতৃক চাঁদপুরের জন্য এটি একটি বিশাল প্রাপ্তি মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চাঁদপুরের প্রবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য তথা আরব দেশগুলোতে শ্রম ব্যয় করছেন।
এ ছাড়া মালয়েশিয়া, ইতালি,ফ্রান্সসহ,সিংগাপুর,জাপান,দক্ষিণ কোরিয়াসহ অনেক বিশ্বের বিভিন্ন দেশে চাঁদপুরের প্রবাসী কর্মজীবী রয়েছে। তাঁরাই ওই সব র্যামিটেন্স পাঠাচ্ছেন। চাঁদপুরের সোনালী, অগ্রণী, জনতা ও কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়গুলো সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের ২০ টি শাখা চলতি বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত ৭১ কোটি ২৭ লাখ টাকা।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৮ টি শাখায় ২৯ কোটি ৭৬ লাখ টাকা। জনতা ব্যাংকের ১৭ টি শাখায় ৭০ কোটি ৫৫ লাখ টাকা। অগ্রণী ব্যাংকের ২০ টি শাখায় ১৩৯ কোটি ৪৭ লাখ টাকা বৈদেশিক র্যামিটেন্স অর্জন করেছে। চাঁদপুরের প্রবাসীরা প্রতি মাসে এ সব র্যামিটেন্স বিভিন্ন অর্থলগ্নী আন্তর্জাতিক ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত এজেন্সির মাধ্যমে এসব র্যামিটেন্স প্রেরণ করে থাকে।
কোনো কোনো ব্যাংক কেবলমাত্র গোপন একটি পিন নাম্বারের মাধ্যমেও অর্থ লেনদেন করছে । অনেক প্রবাসী গ্রাহক তাদের ব্যক্তিগত হিসাবেও অর্থ প্রেরণ করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন শ্রম বাজার উম্মুক্ত হওয়ায় প্রবাসী সংখ্যা ও বৈদেশিক র্যামিটেন্স অর্জন বাড়ছে ।
প্রবাসীরা টাকা প্রেরণের কয়েক মিনিটের মধ্যেই ব্যাংক তার গ্রাহককে কাংখিত অংকের টাকা প্রদান করতে সক্ষম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিভিন্ন অর্থলগ্নি এজেন্সির মাধ্যমে বাংলাদেশি প্রবাসীরা তাদের নিজ নিজ কর্মস্থল থেকে ওই অর্থ প্রেরণ করেন বলে অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্ত বলেন। এদিকে চাঁদপুরে দৈনিক ১৫০ থেকে ১৬০ জনের মত বিদেশে যাচ্ছে এমন গমনকারীরা চাঁদপুরের স্টেডিয়াম সংলগ্ন অফিসে ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজ্জাকুল হায়দার চৌধুরী চাঁদপুর টাইমসকে বুধবার (৩ এপ্রিল ) বলেন, ‘প্রবাসীদের র্যামিটেন্স অর্জনের বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করি। কেননা ইহা আমাদের অর্থনীতিকে প্রতিনিয়ত সচল রাখছে। ব্যাংকিং খাতসহ সব বিষয় চাঙ্গা রাখছে। গ্রাহকের সময়মত
প্রবাসীদের র্যামিটেন্স প্রদানে কোনো কর্মকর্তার গাফলতি হলে বিভাগীয় ব্যবস্থার বিধান রয়েছে। ’ অন্য এক প্রসঙ্গে তিনি জানান, ‘ ব্যাংকিং খাতের বাহিরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত মোবাইল ফিনিন্সিয়াল সার্ভিস নামের সংস্থার অনুমোদিত সাপেক্ষে যে সব লেনদেন হয় তা অবৈধ ।’
অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক গীতা মজুমদার চাঁদপুর টাইমসকে বলেন,‘ আত্ম-সামাজিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি,ছেলে-মেয়েদের শিক্ষা ও দারিদ্রবিমোচনে বৈদেশিক র্যামিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।’
সোনালী ব্যাংকের এজিএম নিখিল চন্দ্র নন্দী বলেন ,‘দেশ ক্রমান্বয়ে অর্থনৈতিকভাবে উন্নতিলাভ করছে ও আসন্ন রমজানে র্যামিটেন্স প্রেরণের হার বৃদ্ধি পাবে।’
জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার মো. মর্তূজা আলম বলেন, ‘মোবাইল ব্যাংকিং শুরু হওয়ার কারণে ব্যাংকিং সেক্টরে অতীতের চেয়ে বর্তমানে বৈদেশিক র্যামিটেন্স অর্জনের হার অনেকটা কমে আসছে। এ ধরনের ব্যাংকিং লেনদেন অবৈধ হলেও রোধ হচ্ছে না।’
এদিকে চাঁদপুরের উত্তরা, রূপালী, ফার্মাস, মার্কেন্টাইল, প্রাইম, ডাচ বাংলা, সিটি,ন্যাশানাল, ইউনাইটেড কমার্শিয়াল, ট্রাস্ট প্রভৃতি ব্যাংকগুলো প্রবাসীদের প্রেরিত অর্থ লেনদেন করলেও চাঁদপুরে এসব ব্যাংকের নিয়ন্ত্রণকারী বিভাগীয় অফিস কুমিল্লায় থাকায় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি ।
প্রতিবেদক : আবদুল গনি
৩ এপ্রিল ২০১৯