Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : মাঠে ১৬ প্রার্থী
faridganj-three-candidate-withdrawal

ফরিদগঞ্জে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : মাঠে ১৬ প্রার্থী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২ ও ভাইস চেয়ারম্যান পদে ১ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা নির্বাচনের রিটানিং কর্মকার্তার কাছে আবেদন করে প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহরের বিষয়টি বিষয়ে সংবাদিকদের নিশ্চিত করেছে।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহারকারীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুর রহমান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রর্তাহার করেন ছাত্রলীগের সাবেক নেতা এমরান হোসেন মিলন।

তবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনী মাঠে আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি পুত্র, উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, এনপিপি আব্দুল গনি।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. ওয়াহিদুর রহমান রানা, আওয়ামী লীগের নেতা ও সাংবাদিক এনামূল হক খোকন পাটওয়ারী, ছাত্রলীগের সাবেক নেতা জিএস তছলিম, কামরুজ্জামান সবুজ, মো. পাবেল পাটওয়ারী, মো. আবু সুফিয়ান শাহীন, জাকির হোসেন বাবু।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাছরিন, ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা স্মৃতি, মাজুদা বেগম, রেহানা বেগম, হালিমা বেগম।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
৭ মার্চ, ২০১৯