চাঁদপুর সদরের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এস এস সি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাঁদপুর শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মেঘনায় নৌ ভ্রমণ ত্রিনদী মোহনায় আড্ডার আয়োজন করা হয়।
পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আবদুল কাদের খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম মাসুদ রানার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক খালেদা আক্তার, সিনিয়র শিক্ষক মোঃ ওমর ফারুক পাটওয়ারী, মাওলানা মোঃ ওয়ালী উল্লাহ।
বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এধরনের পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করে শুধু বিদ্যালয় নয় পুরো চান্দ্রাকে আলোকিত করেছে আমি আশা করি বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ছাত্ররা সবসময় সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। ২০০১ সেশনের শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা এই যে, বর্তমান ও আগামী দিনে যে সকল দরিদ্র শিক্ষার্থীরা চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সুযোগ নিতে আগ্রহী তাদের যেনো অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হয়।
সভাপতির বক্তব্যে, পুনর্মিলন উদযাপন কমিটির আহবায়ক বলেন, ইয়াকুব আলী স্বারক উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ প্রায় ৭৫ বছর পর হলেও এবার ২০০১ সেশনের শিক্ষার্থী বন্ধুদের সহায়তায় একটি পুনর্মিলন অনুষ্ঠান সমপন্ন করতে পারায় আমাদের ব্যাচের সকল বন্ধুদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ শাহাদাত হোসেন খান, বিএম মনির হোসেন, রাজিব কুমার দাস, মোঃ ইমরান হোসেন শেখ মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষক রোমানা আক্তার, মাকসুদা আক্তার, সুমন চন্দ্র, মানিক দাস, রাজন দে, ম্যানেজিং কমিটির সদস্য মো: ইউসুফ শেখ।
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মামুনুর রশিদ পাটওয়ারী, মোঃ নবীর হোসেন, প্রভাষক তাছলিমা আক্তার, মোঃ ইব্রাহীম পাটওয়ারী বাবু, রিয়াদ হোসেন আখন, মোঃ আইয়ূবুর রহমান, মোঃ আলমগির হোসেন, গাজী মিরু, মোঃ নাজবির হোসেন পাটওয়ারী, মোঃ শরিফ গাজী, সাখাওয়াত হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ খোরশেদ গাজী, ফাহিমা আক্তার, গীতা রানী শীল, ডাঃ মোহাম্মদ আলী, রিপন ত্রিপুরা প্রমুখ।
করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur