Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / নাউরী আদর্শ ডিগ্রি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি রুহুল
Nauri college programme

নাউরী আদর্শ ডিগ্রি কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে এমপি রুহুল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের ৪তলা ভীত বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার যতোদিন ক্ষমতায় থাকবে ততোদিন দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ আছে বলেই আজ সমৃদ্ধশালী বাংলাদেশ হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিয়েছেন। উপবৃত্তি দিয়েছেন। শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ আজ অনেক এগিয়ে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে। আমরা কখনো চিন্তাই করিনি মোবাইলে চেহারা দেখে কথা বলতে পারবো। বিজ্ঞান আজ এ সুফল দিয়েছে আমাদের।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজ একটা না দুইটা না পাঁচটা ভবন হবে। ছাত্র ছাত্রদের আলাদা আলাদা ছাত্রাবাস হবে। তোমরা শুধু মন দিয়ে লেখাপড়া করে ভালো ফলাফল উপহার দিবা। আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পিতা মাতা, দেশ, জাতি ও সমাজের জন্য কাজ কর।

আলোচনা সভায় নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরেকৃষ্ণ তরফদারের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এসএম বিল্লাল হোসেন, জনতা ব্যাংকের জিএম মনিরুজ্জামান ঢালী, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মোঃ মোরশেদুল আলম ভুইয়া, নাউরী আহম্মাদীয়া উবির সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধানসহ নাউরী আদর্শ কলেজের সকল শিক্ষকবৃন্দ, দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
১৬ ফেব্রুয়ারি, ২০১৯