Home / চাঁদপুর / চাঁদপুরে টিআই হিসেবে ফয়সাল আহম্মেদের যোগদান
ti foysal

চাঁদপুরে টিআই হিসেবে ফয়সাল আহম্মেদের যোগদান

চাঁদপুর সদর ট্রাফিক পুলিশ বিভাগে (প্রশাসন) নবাগত (টিআই) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর ফয়সাল আহম্মেদ ভূঁইয়া। ইন্সপেক্টর ফয়সাল আহম্মেদ তিনি ২০০০ সালে বাংলাদেশ ট্রাফিক পুলিশ বিভাগে সার্জেন হিসেবে যোগদান করেন।

২০১৭ সালের জানুয়ারিতে চাঁদপুর পুলিশ লাইন্স এমটি শাখায় যোগদান করেন। পরবর্তীতে মতলব (উঃ) এবং মতলব (দঃ) উপজেলায় ট্রাফিক বিভাগে (টিআই) হিসেবে যোগদান করেন।

চাঁদপুর সদর ট্রফিক বিভাগে যোগদান করার পর শহরকে যানজট মুক্তরাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন টিআই ফয়সাল আহম্মেদ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৩ জানুয়ারি,২০১৯

Leave a Reply