Home / কৃষি ও গবাদি / মগবাজারে অসহনীয় যানজটে উত্তেজিত জনতা
মগবাজারে অসহনীয় যানজটে উত্তেজিত জনতা

মগবাজারে অসহনীয় যানজটে উত্তেজিত জনতা

‎Monday, ‎May ‎18, ‎2015  05:11:11 PM

 

স্টাফ করেসপন্ডেন্ট :

রাজধানীর মগবাজারে অসহনীয় যানজটে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় যানজটের মাত্রা আরও বেড়ে যায়।

মগবাজার মোড়ে দীর্ঘ ট্রাফিক সিগন্যালকে কেন্দ্র করে সোমবার বেলা ১১টায় মতিঝিল-বনানী রুটের ৬ নম্বর একটি বাসের যাত্রী ও পুলিশের মধ্যে এ ঘটনা ঘটে।

যাত্রীদের অভিযোগ, প্রায় আধা ঘণ্টারও বেশি সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকে বাসটি। একপর্যায়ে বাসের যাত্রীরা ট্রাফিক পুলিশকে উদ্দেশ করে গালি দেয়। এতে পুলিশ সদস্যরা মোড়ে জড়ো হয়ে সেই বাসটি আটক করে। এতে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পুলিশ ওই যাত্রীদের মারতে গেলে যাত্রীরা সমন্বিতভাবে পুলিশকে ধাওয়া দেয়। এতে পিছু হটে পুলিশ।

এ বিষয়ে বাসটির যাত্রী শাফায়েত বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে বাসটি এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এতে ট্রাফিক পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। উল্টো তারা যাত্রীদের মারতে উদ্যত হয়েছে। পরে যাত্রীসহ জনতার প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

মগবাজার মোড়ে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল বলেন, বিনা উসকানিতে বাসের যাত্রীরা পুলিশকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছে। আমাদেরও তো আত্মসম্মান রয়েছে। এ কারণে বাসটি থামিয়েছিলাম। পরে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাসুদ মণ্ডল বলেন, মগবাজার-মৌচাক নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে রাস্তা সঙ্কুচিত হয়ে পড়েছে। রাস্তায় প্রতিনিয়ত বালুর ঝড়। ফলে স্বাভাবিকভাবে যানজট সৃষ্টি হয়। তার ওপর সিগন্যাল বাতি অকার্যকর। ট্রাফিক পুলিশের গাফলতিতো আছেই। এ সব কারণে অতিষ্ঠ যাত্রীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

https://youtu.be/TduceKPDptg

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।