Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর কার্টুন পোস্টের অভিযোগে ভোলায় যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর কার্টুন পোস্টের অভিযোগে ভোলায় যুবক গ্রেফতার

‎Monday, ‎May ‎18, ‎2015  05:03:02 PM

ভোলা করেসপন্ডেন্ট :

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুরুচিপূর্ণ কাটুন ছবি পোস্ট করার অভিযোগে ভোলায় এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সৌদি প্রবাসী ওই যুবকের নাম রোমান পালোয়ান (২৮)। সোমবার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ভোলা থানায় একটি মামলা দায়ের করেছে।

জেলা গোয়েন্দা শাখার ( ডিবি পুলিশের ) ওসি হারুন অর রশিদ জানান, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ছিপলী গ্রামের হারুনের ছেলে রোমান পালোয়ান প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে অশ্লীল কার্টুন ছবি পোস্ট করে। এ অভিযোগে তাকে খেয়াঘাট এলাকায় তার শ্বশুরবাড়ি এলাকা থেকে আটক করা হয়। আটকের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত রোমান সৌদি আরবে ব্যবসা করে। কিছু দিন আগে সে দেশে আসে। এ ব্যাপারে ভোলা ডিবি পুলিশের এস আই মুহাইমিনুল বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে। তাকে আদালতে হাজির করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫