Tuesday, May 12, 2015 8:46:37 PM
শরীফুল ইসলাম :
চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে একাডেমীর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, ‘জীবনে বড় হতে হলে অনেক বাধা উপেক্ষা করে লেখাপড়া করতে হবে। এখান থেকেই প্রত্যেক শিক্ষার্থী নিয়ম-কানুন শিখবে। তোমরা প্রত্যেকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে এবং ক্লাসের ও রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলবে। শিক্ষার মাধ্যমে জীবনের মহামূল্যবান সময় কাজে লাগাতে হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলালের সভাপতিত্বে ও একাডেমীর সহকারী শিক্ষক একেএম শামসুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আমির জাফর।
এছাড়া অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন পৌর মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াস এবং একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur