Home / উপজেলা সংবাদ / হাইমচর / ভূমিকম্পে হাইমচরে ৭ শিক্ষার্থী আহত
ভূমিকম্পে হাইমচরে ৭ শিক্ষার্থী আহত

ভূমিকম্পে হাইমচরে ৭ শিক্ষার্থী আহত

‎Tuesday, ‎May ‎12, ‎2015  08:36:43 PM

বিএম ইসমাইল :

মঙ্গলবার ভূমিকম্পনে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চরভৈরবী এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪জন ও চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মাটিতে পড়ে আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর দেখে স্কুল কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ভর্তি করেন।

আহতদের মধ্যে ৫ জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও অপর ২ জন চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর সুমাইয়া (১২), চরভৈরবী এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর রাবেয়া আক্তার (১৪) চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার হাইমচরে আকস্মিত ভূমিকম্পনের ফলে দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ ব্যাপারে চরভৈরবী এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘আমার বিদ্যালয়ে একটি সেমিনার চলাকালীন সময়ে ৪ শিক্ষার্থী মাটিতে পড়ে যায়। বাইরে এসে দেখতে পাই, পুকুরের পানি ঢেউ খেলছে। তার পর নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে ভূমিকম্পনের ফলে শিক্ষার্থীরা আহত হয়েছে।’

চাঁদপুর টাইমস : ‍ডিএইচ/এমআরআর/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।