Friday, May 08, 2015 10:41:35 PM
চাঁদপুর টাইমস স্বাস্থ্য ডেস্ক :
উত্তর ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এমন এক নেইল পলিশ আবিষ্কার করলেন যা ‘ডেট রেপ ড্রাগ’ সনাক্ত করণে সক্ষম। এই নেল পলিশ যৌন নির্যাতনের কবলে পড়ার থেকে মহিলাদের রক্ষা করবে বলে আশা করা হচ্ছে। রফিনল, এক্সন্যাক্স, জিএইচবি-এর মত কিছু ওষুধ কে ‘ডেট রেপ ড্রাগ’ বলা হয়।
সারা বিশ্ব জুড়েই এই ওষুধ মহিলাদের পানীয়’র সাথে মিশিয়ে তাদের অচৈতন্য করে, তাদের উপর যৌন নির্যাতন করার ব্যাপক প্রচলন রয়েছে। আন্ডারকভার কালারস নামের এই নেইল পলিশ ডেট রেপ ড্রাগসের সংস্পর্শে আসলেই রঙ পরিবর্তন করে ফেলবে। ফলে মহিলারা আগেই তাদের পানীয়তে রেপ ড্রাগসের উপস্থিতি সম্পর্কে সতর্ক হয়ে যেতে পারবেন।
আন্ডার কভারের ফেইসবুকে পেইজে পোস্ট করে জানানো হয়েছে তারা নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী। তাদের লক্ষ্য এমন টেকনোলজি আবিষ্কার করা যার ফলে মহিলারা তাদের বিরুদ্ধে হতে চলা ঘৃণ্য অপরাধকে আগে থেকেই প্রতিরোধ করতে সক্ষম হবেন। এই নেলপালিশের মাধ্যমে আঙুল দিয়ে নিজেদের পানীয় সামান্য নাড়াচাড়া করলেই তার মধ্যে ডেট রেপ ড্রাগসের উপস্থিতি টের পেয়ে যাবেন তারা।
চাঁদপুর টাইমস : এএস/ এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :