চাঁদপুর পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবারো আশানুরূপ ফলাফল অর্জন করেছে। এ বিদ্যালয়ের ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২৮ জন। পাশের হার ১০০%। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে চাঁদপুর হাসান আলী, মাতৃপীঠ ও উদয়ন স্কুলের পরই ২নং বালক বিদ্যালয়ের অবস্থান।
এ বছর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২৪টি, মাতৃপীঠ ৬৫, উদয়ন ৩৮, ২নং বালক ২৮, বাবুরহাট ২৪, বিষ্ণুদী আজিমিয়া ২০, ওয়াইডব্লিউসিএ ২০।
এ কৃতিতৃপূর্ণ ফলাফল সম্পর্কে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট জামিল হায়দার বুলবুল আল্লাহর কাছে শোকরিয়া প্রকাশ করে বলেন, ‘আমাদের ফলাফল আরো ভালো হবে বলে আশাবাদী ছিলাম, কিন্তু তারপরেও আমরা সন্তুষ্ট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাতেন মিয়াজী বলেন, শিক্ষক-শিক্ষিকাগণের সম্মিলিত প্রচেষ্টায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যেনো আরো ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়। সেজন্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৯:৫০ পিএম, ০২ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur