চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো.মাজেদুর রহমান খান বলেছেন,‘ আপনি দুর্নীতি করেন না, কিন্তু দুর্নীতির পদ্ধতি আপনাকে আবদ্ধ করে রেখেছে। সমাজের প্রতিটি রন্ধ্যে রন্ধ্যে প্রবেশ করেছে দুর্নীতি। আপনার অধিকার আপনি নেবেন। সেখানেও দুর্নীতি প্রবেশ করেছে। দক্ষ ও মেধাবীদের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হবে,তাহলেই দুর্নীতি হবে না। ডিজিটালাইডজ এর জন্যে দেশপ্রেম, দক্ষ ও সৎ লোকের প্রয়োজন রয়েছে।’
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ তথ্য অধিকার আইন। আপনি কোনো অবস্থায় পড়লে তথ্য অধিকার আইন আপনার পাশে দাঁড়াবে। তথ্য অধিকার আইন ২০০৯ সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাঁদপুর জেলায় ২ হাজার ৯ শ’৫৮ জনকে সনদপত্র প্রদান করেছি। ফলে আগামি কয়েক বছর কাজে লাগবে। অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হবে না।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মঈনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল-মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদরের নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সনাক সভাপতি কাজী শাহাদাত, সহ-সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন।
সবশেষে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
করেসপন্ডেট
২৮ সেপ্টেম্বর ২০১৮, শূক্রবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur